10. রাসূলুল্লাহ (সাঃ) এর মোজা ব্যবহার

【1】

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর হাদিয়াকৃত কালো রঙের মোজা পরিধান করতেন

ইবনে বুরাইদা (রাঃ) একদা নাজ্জাশী রাসূলুল্লাহ (সাঃ) কে এক জোড়া কালো রঙের মোজা দিয়া পঠন। এরপর তিনি ঐ মোজা দুটি পরিধান করে ওজু করলেন এবং এর উপর মাসেহ করলেন। [৬০] ব্যাখ্যা : তৎকালীন হাবশায় (আবিসিনিয়ার) বাদশার উপধি ছিল নাজ্জাশী। মক্কা হতে মুসলমানদের হাবশায় হিজরত করাটা নাজশীর শাসনামলে হয়েছিল। তিনি ইসলাম কবুল করেছিলেন। নাজ্জাশী রাসূলুল্লাহ (সঃ) কে বিভিন্ন জিনিস উপহার হিসেবে পাঠিয়ে ছিলেন। তার মধ্যে একটি কোর্তা, একটি পাজামা এবং একটি রুমাল ছিল। রাসূলুল্লাহ (সাঃ) তার মৃত্যুর সংবাদ শুনে সাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাযা আদায় করেছিলেন। আর এটাই হলো প্রথম গায়েবানা জানাযার নামায।