23. রাসূলুল্লাহ (সাঃ)-এর (বালিশ ছাড়া অন্য কিছুতে) ঠেস দেয়া

【1】

রাসূলুল্লাহ (সাঃ)-এর (বালিশ ছাড়া অন্য কিছুতে) ঠেস দেয়া

আনাস (রাঃ) তিনি বলেন, নবী (সঃ) ও একবার রোগাক্রান্ত হয়ে পড়েন। তখন তিনি উসামা (রাঃ) এর কাধে ভর করে বাইরে আসেন। সে সময় তার দেহে একটা ইয়ামানী কাপড় জড়ানো ছিল। তারপর তিনি লোকদের ইমামতি করেন [১০৩]